নিজের সম্পর্কে কিছু বলার মত নাই। এক কথায বলতে গেলে উদ্দেশহীন ভাবে বেচে থাকা এক অলস যুবক।
এক হাজার টাকার নোট নিয়ে ব্যাংকপাড়ায় চলছে উদ্বেগ-উৎকণ্ঠা। গত ডিসেম্বর থেকেই এই নোটের সংকট শুরু। শেয়ার কেলেঙ্কারির ঘটনার পরপরই ব্যাংকে ও মুদ্রাবাজারে এক হাজার টাকার নোটের স্বল্পতাও লক্ষ্য করা গেছে।
ফলে খোদ কেন্দ্রীয় ব্যাংকও বিষয়টি নিয়ে ভাবনায়। এ পরিপ্রেক্ষিতে গতকাল সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে জরুরি বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান।
বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে, বাজারে এক হাজার টাকার নোটের স্বল্পতা সংশ্লিষ্ট সবাইকে ভাবিয়ে তুলেছে। হঠাৎ করে এই সংকটে উদ্বেগও প্রকাশ করেন অনেকে। তবে বৈঠকে উপস্থিত প্রায় সবাইই মনে করছেন, শেয়ারবাজারের সঙ্গে এর একটি যোগসূত্র আছে।
নোটগুলো ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তির হাতে সঞ্চিত থাকতে পারে বলেও বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। সে কারণে এই নোটগুলো আর্থিক প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার উপায় বের করা অথবা একেবারে বাজার থেকে তুলে নেওয়া যায় কি না, তা ভাবা হচ্ছে। এই নোটটি বাজার থেকে তুলে নেওয়ার পক্ষেই বৈঠকে উপস্থিত অনেকে মত দেন। এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।