আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনার অবকাশ নেই: হাছান মাহমুদ

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন হবে।
রোববার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর শাখা আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “মহাজোট সরকারের সময়ে দেশে যেসব নির্বাচন হয়েছে সেগুলো অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে বিএনপি’র আপত্তি কীসের?” বিএনপি আসার জন্যই বিএনপি ‘অমার্জিত’ ও ‘অশালীন’ ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নিন্দা করে মহাজোট সরকারের এ মন্ত্রী বলেন, তার দুর্নীতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

দেশবাসী এমন ‘দূর্নীতিবাজ’ আর ‘বিতর্কিত’ ব্যক্তিকে কখনোই নেতা হিসেবে দেখতে চায় না।
সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদন অরুণ সরকার রানা বলেন, ৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর জেনারেল জিয়া যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করেছিল। বিগত বিএনপি সরকারের সময় দুই জন রাজাকারকে বেগম খালেদা জিয়া মন্ত্রী করেছেন।
“কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের মহাজোট সরকার ক্ষমতার আসার পরই যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা সম্ভব হয়েছে। ” আগামীতে মহাজোট সরকার ক্ষমতায় না এলে স্বাধীনতাবিরোধীরা যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করার অভিযোগে দেশের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির জনগণের বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।


ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি।
বিএনপি জনগণের স্বপ্ন নয় বরং দলের চেয়ারপারসন ও তার দুই সন্তানের স্বার্থ রক্ষার জন্যই কাজ করছে বলে মন্তব্য করেন এই নেতা।
বঙ্গবন্ধু সাংস্কুতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোবারক আলী শিকদার সভায় সভাপতিত্ব করেন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.