এই মুহূর্তে বিএনপির সঙ্গে কোনো ধরনের আলোচনার পক্ষে নন বলে ফেসবুকে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি।
বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা সংবিধানে যুক্ত করার দাবি জানিয়ে এলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সম্ভাবনা নাকচ করে দেয়ার পরদিন জয়ের এই পোস্ট এলো।
জয় লিখেছেন, যাইহোক, আমাদের বিরোধীদল বারবার এই ধরনের যেকোন আলোচনা প্রত্যাখ্যান করেছে এবং এর পরিবর্তে আল্টিমেটাম দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আলোচনা ফলপ্রসু হবে বলে আমরা বিশ্বাস করি না। তিনি বলেন, বিরোধী দল একের পর এক আল্টিমেটাম এবং হুমকি দিয়েই যাচ্ছে, কিন্তু যাই হোক না কেন শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। তারা গত চার বছর ধরে স্থানীয় নির্বাচনে বারবার এই কাজ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।