আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনার বিষয় কি?

কোন পথে ঠিকানা, নাই জানা ..........

চলছে, আলোচনা চলছে। এখনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। আলোচনা এগিয়ে চলছে। সমাধানের মনোভাব সবার মধ্যেই আছে। সবাই সমাধানের লক্ষ্যেই আলোচনায় আসছে।

জাতিসংঘ বলেছে, নিজেরাই পারবে (কিন্তু আমি পারলাম না)। কথা হচ্ছে, প্রস্তাবনা হচ্ছে, সেই প্রস্তাব নিয়ে অন্যান্য নীতি নির্ধারকদের সাথে বৈঠক হচ্ছে। পুরোদস্তুর দরকষাকষি। আমরা তাকিয়ে আছি, অনেক আশা আর দীর্ঘ প্রত্যাশা নিয়ে। আসবে নিশ্চই কোন সমাধান।

আমরা মরছি। মরছে ব্যবসায়ী। সাধারণ মানুষের সংখ্যা কি তাদের কাছে এতটাই অসহ্য অবস্থানে দাঁড়িয়েছে যে, এরা মরুক বাঁচুক তাতে তাদের কিছু আসে যায় না। আর কতগুলো বৈঠক হবে? দাবী তো মাত্র দুটো, সর্বদলীয় অথবা নির্দলীয়। বৈঠক তো দু'শ পার হবে মনে হয়।

মরবে কতো কে জানে। দেশ-দশের স্বার্থ নিয়ে কি আদৌ কোন আলোচনা হচ্ছে? আসলেই কি কোন সঠিক/সুস্থ্য সমাধান আমরা পাবো? কেউ কি বলতে পারেন বা ধারণা করতে পারেন আসলে কি নিয়ে তারা দর কষাকষি করছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.