আমাদের কথা খুঁজে নিন

   

আলোচনার প্রস্তাবে সাড়া দিন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা পরিহার করুন। আমরা যে আলোচনার প্রস্তাব দিয়েছি, এতে সাড়া দিন। আর কত মানুষ হত্যা করবেন? জনগণের প্রতি আস্থা রাখুন। সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। ’
আজ শনিবার সকালে গণভবনে বরগুনার তৃণমূল নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। স্বাধীন বাংলাদেশের মাটিতে রাজাকার, আল-বদরের ঠাঁই হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ দেশ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে। ’
বিএনপির সমাবেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাঁদের আহ্বান করেছিলাম সমাবেশ না করে সেই টাকাটা যেন সাভারের দুর্গত মানুষের মধ্যে দান করে দেওয়া হয়।

কিন্তু উনি আমাদের ডাকে সাড়া দেননি। তিনি সমাবেশ করবেন, গালমন্দ করবেন, ভাঙচুর করবেন, নৈরাজ্য চালাবেন, মানুষ খুন করবেন। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.