কি লিখি!!!
খুব ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিলাম। তখন বয়স সবে সাড়ে চার কি পাঁচ । ঘটনাটি দাদা বাড়ি যাওয়ার সময় ঘটেছিল। পুরো ঘটনা মনে নাই। শুধু মনে আছে শুধু মানুষ আর মানুষ।
দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। তারপরও আমি দাঁড়িয়েছিলাম। কারন আমাকে কোলে নেয়ার মতো ফ্রি কেউ ছিল না। আব্বু-আম্মু দুজনের হাতেই বিশাল বিশাল সাইজের তিনটা ব্যাগ ছিল। বাকি ছিল শুধু ভাইয়া।
ভাইয়া আমার হাত ধরে ছিল। বলে রাখি আমার ভাইয়ার বয়স ছিল তখন সাড়ে সাত কি আট। ট্রেনে উঠার পর পরই ঘটনা ঘটে। আমি ভাইয়ার সাথে ছিলাম। আম্মু-আব্বু আমাদের পর উঠেছিল।
এতগুলো ব্যাগ সামলাতে সামলাতেই তাদের অবস্থা কাহিল হয়ে পড়েছিল। ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কিতে ভাইয়ার হাত থেকে আমি ছুটে যাই।
তারপর কি ঘটে মনে নাই। শুধু মনে আছে হঠাৎ আমি আবিষ্কার করি যে, আমি যার কোলে চরে বসে আছি উনি আমার আব্বু না!!!!!! অন্য একজন লোক। মোচ ওলা, মোটা করে দেখতে, রাগী রাগী চেহারার একটা লোক।
আমি তো অপরিচিত লোক দেখে ভয়ে চিৎকার করে কান্না শুরু করে দিলাম। তত ক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। আশে পাশে আম্মু আর ভাইয়াকে খুঁজলাম। কেউ নাই। আমি '' আব্বু , আব্বু " করে কাঁদতে লাগলাম।
ওই আঙ্কেল আমাকে কি বলেছিল ঠিক মনে নাই। শুধু একটা কথা মনে আছে যে উনি আমার নাম জিজ্ঞেস করেছিলেন। আমি প্রথমে ভয়ে নাম বলি নাই। তখন উনি আমাকে বললেন যে," নাম না বললে এত আব্বু আম্মুর মাঝে তোমার আব্বু-আম্মুকে কিভাবে খুঁজে বের করবো, মা"। ?তখন আমি কাঁদতে কাঁদতে আমার বিশাল লম্বা পুরো নাম( ভালো নাম) বলেছিলাম!
তারপর ওই আঙ্কেল আমাকে নিয়ে আব্বু-আম্মুর সন্ধানে নামলেন।
আমি আঙ্কেল এর গলা ধরে চিৎকার করে কাঁদছিলাম। আঙ্কেলকে বেশি কষ্ট করতে হয় নি। কারন আমরা যে বগিতে ছিলাম সেটার সামনে অথবা পেছনে ( ঠিক মনে নাই) দুই বগি পরেই আব্বু-আম্মুকে খুঁজে পেয়েছিলাম। ওই বগিতে আসা মাত্র আমি আব্বু-আম্মু দুজনকেই দেখতে পাই। তারাও আমাকে খুজতেছিল।
আমি আব্বুকে দেখে " আব্বু,আব্বু" করে কয়েকটা চিৎকার দিয়েছিলাম। কিন্তু আব্বু এত মানুষের ভিড়ে আমাকে দেখতে পান নি। তখন ওই আঙ্কেল বললেন , " আরও জোরে চিৎকার দাও। " তখন আমি গলা ফাটিয়ে "আব্বু। আব্বু" করে কয়েকটা ডাক দিলাম।
ততক্ষণে আব্বু-আম্মু আমাকে দেখতে পায়। কিন্তু অনেক ভিড় ছিল তাই আব্বু-আম্মু আমার কাছে আসতে পারছিল না। আর ওই আঙ্কেল ও আমাকে নিয়ে আব্বু-আম্মুর কাছে যেতে পারছিল না। তাই ওই আঙ্কেল আমাকে পাশের আরেক আঙ্কেল এর কোলে তুলে দিলেন। তারপর নতুন আঙ্কেল এর কোলে যাওয়ার পর উনি আমাকে আরেক জনের কোলে তুলে দিলেন।
অনেকটা পাস পাস খেলার মতো।
চারদিকে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। অবশেষে ১০-১২ জন আঙ্কেলের কোলে চড়ে চড়ে আমি আমার আব্বুর কোলে আসি। আব্বুকে পেয়ে আমি আরেক দফা চিৎকার দিয়ে কান্না শুরু করলাম। তারপর আম্মু আমাকে কোলে নিলেন।
আম্মুর কোলে গিয়ে ও কান্না করলাম।
ওইদিন লাভের মধ্যে একটা লাভই হয়েছিল। আব্বু-আম্মু দুজনই আমাকে অনেক অনেক চকলেট কিনে দিয়েছিলেন। আর আমি পুরো রাস্তা চকলেট খেতে খেতে গিয়েছিলাম। :
এটা অনেক দিন আগের ঘটনা।
এই ঘটনার পর আমি অসংখ্যবার ট্রেনে চড়ে দাদা বাড়ি , নানা বাড়ি গিয়েছি। কিন্তু কখনও আর অল্পক্ষণের জন্য হলেও হারিয়ে যাই নি। এখন যখন মাঝে মাঝে অনেক মন খারাপ থাকে তখন এই ঘটনা মনে পড়ে। মনে হয়, আরেকবার হারিয়ে যেতে পারলে মন্দ হয় না। সবাইকে ( বিশেষ করে আব্বুকে, আম্মুকে, ভাইয়াকে আর রিকি পন্টিংকে) ভালো মতো শিক্ষা দেয়া যেতো।
আরেকবার হারিয়ে যেতে পারলে আর আগের বারের মতো কান্নাকাটি করবো না। যাই হোক, বুড়া বয়সে আর হারিয়ে যাওয়া সম্ভব না।
তারপরও আমি হারিয়ে যাওয়ার ধান্দায় আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।