আমাদের কথা খুঁজে নিন

   

হাসন রাজা



আমাদের খ্যাতিমান কবি-হাসন রাজা। হাসন রাজার সম্বন্ধে একটা page ও পেলাম না Facebook এ, খারাপ লাগল, ওনার মত একজন খ্যাতিমান দেশীয় কবি, যার রচিত আধ্যাত্মিকতার ছোঁয়ায় সাধারন জীবনধারার বাইরের দিকগুলো আমাদের অন্তর্দৃষ্টিতে প্রতীয়মান হয়, তাঁর ব্যাপারে আমরা এত অচেতন কেন? তাই নিজেই একটা page খুলে ফেললাম, নাম হচ্ছে 'হাসন রাজায় কয়'। যারা যারা subscribe করবেন, আশা করি ভালবাসা থেকেই করবেন। আপনাদের কাছে আমার আবেদন থাকবে, তাঁর সম্পর্কে আপনারা যা যা জানেন, হতে পারে তার গান কিম্বা তার জীবনী, দয়া করে এই page এ সেগুলো share করবেন। এই page টা খোলার পেছনে অবশ্য আরো একটা কারন আছে।

ছোটবেলা থেকে লালন সাঁইজী এবং হাসন রাজার গান শোনা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। তার কারন ছিল আমার বাবা। তিনি সবসময় ওনাদের গানই শুনতেন, গুনগুন করে গাইতেনও। একটু বড় হবার পর থেকে অর্থ বোঝার চেষ্টা করতাম, না পারলে আব্বা বুঝিয়ে দিতেন। সেই থেকে শুরু।

কিন্তু এদের কোন গানে আজ পর্যন্ত ইসলাম বিরোধী কোন কিছু আমি পাইনি, কিন্তু হাসন রাজার একটা গান সম্বন্ধে শুনলাম যার কথা গুলো এরকম- "হাসন রাজায় কয়/ নামাজ রোজা ছাইরা দিছি/ ভেস্তে যাবার ভয়"। গানের শেষে নাকি কেন বেহেশতে যেতে ভয় হয় তার ব্যাখ্যা দেয়া আছে, কারো কাছে গানটা থাকলে দয়া করে শেয়ার করবেন, এই গানের আধ্যাত্মিকতা ব্যপারটা বোঝা দরকার। আশা করি আপনাদের সাহায্য পাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.