হাসন রাজার বাড়ীতে হাসন রাজা মিউসিয়াম প্রাংগনে হয়ে গেলো হাসন উৎসবের এক মহড়া । হাসন রাজার পরিষদের মহাসচিব দেওয়ান সামারীন রাজা জানান, হাসন উৎসবের এক মহড়া চলছিলো গত ২৯ জানুয়ারী । নামাজের সময় বিরতি নিয়ে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্টানটি উপভোগ্য হয়ে উঠে। ঢাকা এবং সিেলট থেকে আগত শিল্পী সহ স্থানীয় শিল্পীদের হাসন ও রাধারমন সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ঘরোয়া পরিবেশে যখন দর্শকরা অনুষ্টানকে উপভোগ করছিলেন, ঠিক তখনই পাশাপাশি হাসন রাজারই বাড়ীর পাশে তার পারিবারিক জমিতে বেআইনিভাবে গড়ে উঠা তেঘরিয়া মাদ্রাসায় এক গোপনীয় সভা অনুষ্টিত হওয়ার পরপরই একদল জঙগী এরই মধ্যে উস্কানীমূলকভােব এক উত্তেজনা সৃষ্টি করে । অত্র মাদ্রাসার কিছুসংখ্যক শিক্ষক স্থানীয় প্রাক্তন কমিশনার সামরান আলীর মদ্দপুষ্ট হয়ে ৬/৭ বছরের ছাত্রদেরকে নিয়ে হাসন রাজার বাড়ীর সামনে এসে অনুষ্টান বন্ধ করার জন্যে স্লোগান দিতে থাকে এবং মারমুখি হয়ে উঠে ।
এতে অনুষ্টানটি ৩ মিনিটের জন্যে ব্যাহত হয় । স্থানীয়বাসী এই জংগীদলকে প্রতিহত করায় তারা স্লোগান দিতে দিতে চলে যায় । পরে আরেকদফা এদিকে মোড় নিতে চাইলে পুলিশ বাহিনী এদেরকে আসতে বাধাগ্রস্ত করেন । লোক সংগীত অনুষ্টানের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তারা চলে যায় । তবে সার্বিকভাবে পুলিশ ও এলাকাবাসীরা যারা বেশীর ভাগ দর্শক-শ্রোতা ছিলেন, তাদের হস্তক্ষেপে অনুষ্টানে কোন বিঘ্ন বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি্ ।
সুনামগঞ্জের এক বিরাট জনগুষ্টি থেকে অভিযোগ আসে যে, এই অত্র মাদ্রাসার প্রাথমিক শিক্ষারত শিশুদেরকে ব্যবহার করে ধর্মান্ধ জংগী বানানোর চেষ্টা চালানো হচ্ছে বহুদিন ধরে এবং পশ্চাদপদ এই জংগী প্রশিক্ষনের মাধ্যমে বাংগালী লোক সাহিত্যের ধারক বাহক হাসন রাজা ও লালন সাইএর উপর এরা হানা দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত । আবহমান কালের বাংগালী সংস্কৃতিতে বিশ্বমানব দর্শনের এক সমৃদ্ধিকে বিনষ্ট ও বিলীন করার অশুভ ষড়যন্ত্র চলছে । অনেকে আশঙকা করেন যে, ঢাকায় বিশ্ব ইস্তেমায় অবস্থানরত তালেবান প্রশিক্ষনপ্রাপ্ত মাদ্রাসা প্রধানের ইশারাতে নাকি এই ঘটনাটি এতদুর মাড়ায়। স্থানীয়বাসিরা দেওয়ান সামারীন রাজার কাছে এসে জানান যে সরকারের কাছে যেনো তাদের এই তীব্র নিন্দা গ্যাপন করা হয় এবং সরকারকে আহ্বান জানান হয় যে, সঠিক তদন্ত সাপেক্ষে এরকম অশুভ পায়তারা যেনো কঠোর হস্থে সরকার দমন করার ব্যবস্থা নেন । ব্লগের অংশগ্রহনকারী সদস্য ও দর্শকদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানান হচ্ছে, আপনারা এই নিন্দাপ্রকাশের সাথে একাত্বতা ঘোষনা করুন এবং আমাদের লোক-সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন।
বিনীত,
হাসন রাজা পরিষদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।