আমাদের কথা খুঁজে নিন

   

কান্দে হাসন রাজার মনময়নায় রে.......

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মনময়নায় রে। মায়ে বাপে আমারে খুশির মাঝারে বন্দি করতে পারে নাই। কিন্তু ধরেন যে গোলোকায়নের স্বাধীনতা জিনিসটা নানান রঙ্গের ডিসকার্সিভ হেজিমনির জ্বাল বুইনা পুরা দুইন্যা জুইরা যেঁই পিঞ্জিরাখান বানাইলো তাইতে মন ময়নার লাইগা এক্ষনে কান্দাই দুস্কর, গান গাওয়া কিংবা ধরেন যে মুক্তি পাইয়া উইড়া যাওয়া তো বেসম্ভব বিষয়। তয় আপা, লিটল ম্যাগ আন্দোলন সহ আর সকল বিকল্প মাধ্যমের দুর্যোগ অথবা মৃত্যু মুহুর্তে কান্দাকাটি করার লাইগা, মাঝে মাঝে গান গাওয়ার লাইগা আর মুক্তির স্বপ্ন দেখার লিগা এই বাগান খানা একখানা বড়ই দারুন জায়গা আছিল বটে। গোলোকায়নের পিঞ্জিরারে যে কেমনে কেমনে গোলোকায়নের বাগান বানানি যায় উহা মানে মানে বুঝতে লাগছিলাম আর কি।

কিন্তু কাহিনী হইল যে বাগান খানায় মোরগসমূহের হাগাহাগি এবং মুক্তিকামী টিয়া, শালিক, দোয়েল ইত্যাকার বহু পক্ষির অনুপস্থিতিতে আমার মন ময়না বড়ই হতাশা অনুভব করিতেছে। উহার সাথে সাথে বাগান মধ্যিখানে একি বাংলা সিনামার বারবার প্রদর্শন ভালো ঠেকিতেছেনা। বাংলা সিনামার ভিলেনের মতোন কিছু বুইড়া মোড়গ আছেন যাহারা কুক্কুরুক্কুক ডাক পারিয়া নিজেদের পক্ষি প্রমান করিবার চেষ্টা করিয়া যাইতেছেন, এবং কিছু ছানপোনা সহ দাবরায়া বেরাইতেছেন, সেইসাথে অত্যাধিক পরিমানে ঠূকাঠুকি এবং হাগাহাগিও করিতেছেন। কিন্তু মোরগ জাতে পক্ষি হইলেও উহা প্রকৃতপক্ষে পক্ষি নহে, যেহেতু উহা উড়িতে পারেনা। এই সক্কল অবস্থাসমুহ বিবেচনা করিয়া অবিলম্বে মোরগ বিস্টা পয়পরিস্কার করিয়া এবং মোরগ সমুহ ও উহাদের ছানাদের অবিলম্বে পক্ষি উপাধির অযোগ্য ঘোষনা করিয়া ময়না, টিয়া, শালিক, দোয়েলদের বিচরণের জন্যে উপযুক্ত পরিবেশ ফিরায়া আনা হোউক।

গোলকায়নের বাগান যদি গোলোকায়নের পিঞ্জিরায় পরিণত হয় তাইলে মন ময়না'র দুঃখের আর কোন সীমা পরিসীমা থাকিবেনা। কান্দে হাসন রাজার মনময়নায় রে....... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.