আমাদের কথা খুঁজে নিন

   

বন্দনা

সংগ্রাম চলছে...চলবেই

তুমি পতিত-পাবন খোদা বাদশাহ-এলাহি। মরীচিকায় মরি-যে হায়, মোরা ভ্রষ্ট-রাহি। । ভু-জনমে ভুলে ভ্রমে পাপই পুঁজিলাম ক্রমে সু-পথ না পাই – প্রভু-গো তাই তোমারই গীত গাহি। তুমি পতিত-পাবন খোদা বাদশাহ-এলাহি।

। পাবন তোমায় পাব বলে শত-পথে যাই-গো চলে মোর নয়ন খোলে – নাও-গো কুলে আর কিছু না চাহি। তুমি পতিত-পাবন খোদা বাদশাহ-এলাহি। । উদ্দেশ্য এক হইলে ভিন্ন পন্থে যাওয়া চলে তোমার লাগি যে বিবাগি প্রভু করো তার পানাহি।

তুমি পতিত-পাবন খোদা বাদশাহ-এলাহি। । সুজন বন্ধু-বান্ধব জনা বিচার দিনে কেউ কারো-না সবে আপন আশায় চাইবে তোমায় ডাকবে ত্রাহি ত্রাহি। তুমি পতিত-পাবন খোদা বাদশাহ-এলাহি। ।

ভিন্ন জনে ভিন্ন ভাবে ডাকে তোমায় থাকতে ভবে উড়াল চিন্তে কোন-না পন্থে রাখবে আপন আঁখি। তুমি পতিত-পাবন খোদা বাদশাহ-এলাহি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।