অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে কোথাও যাই না কোথাও যাই না আমরা কোথাও যাই না কোথাও হাসিমুখ কোথাও ভাঙা বুক পথের চোখে ঘুম ধরছি এইসব ধরছি বাস্তব অথচ কিন্তু কিন্তু পাল্লা নির্বিবাদ কই অথচ আমরা আমরা কেবল মেপে যাই (অ)শূন্যে বিলীন সাপেক্ষবিহীন নিশ্চুপ নিনাদ ভাবের প্রান্তিক ছন্দ-দোলনায় বোধের অগমন ভক্তি রোচে না যুক্তি যান্ত্রিক যন্ত্রে গোলযোগ দূরত্ব কোথায় দূরত্ব এত বিন্দুতে বিলীন ক্ষুদ্র আমিরা বিশাল বিন্দুর কোথাও যাই না আমরা কোথাও যাই না ২০-২১ ডিসেম্বর, ২০০৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।