আমাদের কথা খুঁজে নিন

   

কোথাও কেউ নেই

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়। আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই কোথাও কেউ নেই আগের মতো আর ঘাটে বাঁধা ডিঙি- পালতোলা সাম্পান জব্বার মাঝির ভাটিয়ালি হুঁকোর শব্দ, নীলাভ ধোঁয়া পানকৌড়ির ডুব সাঁতার সবই আজ অতীত... শীতের গভীর রাতে পরিমল কর্মকারের হাতুড়ির শব্দ- সুবাসের গলা সাধা সা-রে-গা-মা-পা, বেহাগ-ভৈরবী ধলুদার তেরে কেটে তাক্ তাক্ তবলার গীতালি আজ মনে পড়ে খুব... মনে পড়ে যাত্রাপালা শেষে ঘরে ফিরে বাবার রক্ত চোখ, মায়ের করুণা ঘুড়ি লাটাই মাঞ্জা দেয়া সুতা ফিরোজের বিড়ি ফোঁকা এবং শশাঙ্ক আর তাপসীকে মনে পড়ে ওরা এখন ভারতে... একাকী মগ্ন চৈতন্যে মনে পড়ে শামীমাকে পঁচিশ বছর আগে দেখা হয়েছিল ছিপছিটে গড়ন লাজুক লাজুক চকিত চরণ হরিন চোখ সে এখন সুগৃহিনী অন্যের ঘরে...। ১৩ জানুয়ারি, ২০১১  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.