লিখা দিয়ে নিজেকে প্রকাশ করা এই। একজন লেখক এর সবচাইতে সাফলো বোধ করি লেখার মধ্য দিয়ে পাঠকের সামনে বিষয়ের একটা পরিষ্কার চিত্র তুলে ধরতে পারা। নিজেকে লেখক ভাবার মত দুঃসাহস মোটেই দেখাতে চাই না। শুধু চাই এই
লিখা দিয়ে নিজেকে প্রকাশ করা এই প্রথম। একজন লেখক এর সবচাইতে সাফল্য বোধ করি লেখার মধ্য দিয়ে পাঠকের সামনে বিষয়ের একটা পরিষ্কার চিত্র তুলে ধরতে পারা।
নিজেকে লেখক ভাবার মত দুঃসাহস মোটেই দেখাতে চাই না। শুধু চাই এই লিখার আস্রয় নিয়ে নিজের অন্তত আবছা একটা দৃশ। য়ন করা যায় কিনা।
যুবকে পদার্পণ করালাম কয়েক বছর হল। যন্ত্রকৌশল বিদ্যায় স্নাতক পড়ছি।
শেষ বর্ষ। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ। ছাত্র হিসেবে বরাবর ই মধ্যম মানের। এস এস সি, এইচ এস সি তে মোটামুটি মানের ফলাফল। ভালবাসি family, ভালবাসি বন্ধুদের।
প্রথমেই বলি আমার family র কথা, আমার স্বর্গ, আমার বন্দিশালা। বন্দিশালা বলছি এজন্যই, কারন আমি অধিক মাত্রায় ঘরমুখি। আমার সবকিছুর কেন্দ্র আমি, আমার বাবা আর আমার মা এই তিনটি প্রাণীর ছোট্ট এই ঘরটি। আমার একটি বোন ও আছে, আমার বড়। ওর বিয়ে হয়ে গ্যাছে।
family নিয়ে আজ আর বেশি কিছু লিখবনা। আশা করি পরে কোন এক সময় এই বিষয়ে বড় কিছু লিখব।
শিকড় ঢাকার অদূরে টাঙ্গাইল এ। যদিও বাবার চাকরি সূত্রে চট্টগ্রাম শহরেই জন্ম, এই শহরেই বেড়ে ওঠা। এবং এখন পর্যন্ত এখানেই।
এদিক থেকে, আমি নিজেকে টাঙ্গাইল এর ছেলে বলার চাইতে, এখানকার ই কেউ বলতে পছন্দ করি। এই শহরটার সাথে কেমন জানি একটা আত্মার সম্পক হয়ে গাছে। দীর্ঘ তেইশটা বছর! কম তো আর না! আমি যখন চুয়েট এ ভর্তি হলাম আমার এক বন্ধু আমাকে বলে, "মামা, চিটাগাং শহর তরে র ছাড়ল না"।
এরপর আসি আমার বন্ধুদের কথায়। এই লিখাতে family র পরপরই বন্ধুদের কথা নিয়ে আসা, এ থেকেই বোঝা যায় বন্ধুরা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্ববিদ্যালয় এ পড়তে এসে অনেক জায়গার মানুষের সাথেই মেশার সুযোগ হয়েছে। এদের মধ্যে আমি চট্টগ্রাম এর বন্ধুত্বটাকেই আমি বেশি জোরালো বলে দাবি করতে চাই। আমার এখন ডজন খানেক প্রাইমারী স্কুলের বন্ধুর সাথে যোগাযোগ আছে (যদিও ফেইসবুকের কল্যাণে এখন অনেকের ই এটা আছে, কিন্তু আমার ফেইসবুক নামক সামাজিক যোগাযোগের এই সাইটটি থাকার আগ থেকেই এটি ছিল)। চলমান
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।