ছলনা করেছি অনেক কবার
হয়ত কথার ছলে
বুঝতে কখনও পারনি তুমি
হয়ত মনের ভুলে
ছলনা করেছ তুমিও অনেক
ভুলেছি যে সেই ভুলে
ভাবনা আমার যা কিছু ছিল
বলিনি কখনো খুলে
তুমিও বোঝনি আমাকে কখনও
বোঝনি মনের কথা
তাই বলে দোষ দিইনি তোমায়
পেওনাক মনে ব্যথা
তোমা্য় নিয়ে যা কিছু ভেবেছি
থাক সে আমারি কাছে
বলতে পারিনি তখন যখন
আর কি বলার আছে
নিজেই বুঝবে একদিন তা
যখন আর থাকবনা
শত খুঁজলেও আমায় তুমি
কোথাও আর দেখবেনা
সেইদিন তুমি খুঁজবে আমায়
সেই দিন তুমি বুঝবে
কি ছিলাম আমি তোমার কাছে
জানবে তা তুমি জানবে
পুরো পৃথিবীর মাঝে তখন
আমারেই তুমি খুঁজবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।