চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর সীমান্তবর্তী নীতপুর সীমান্তে শনিবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে সানাউল্লাহ (৩২) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত সানাউল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার রাত ৩টার দিকে ভারত থেকে কয়েকজন ব্যবসায়ী গরু নিয়ে ফেরার পথে নীতপুর সীমান্তের ২৭/২৮ পিলারের কাছে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করলে সানাউল্লাহ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় রোকনপুরের নাজমুল হক নামের অপর এক গরু ব্যবসায়ী। হত্যাকাণ্ডের পর বিএসএফ সানাউল্লাহর লাশ ভারতে নিয়ে গেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।