নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করে তিনশ কোটি পাউন্ড সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের উদ্যোক্তারা। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সূর্যের আলো ও বাতাস থেকে সংগৃহীত বৈদ্যুতিক শক্তি দীর্ঘসময় ব্যবহার করতে ইউরোপে বানানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি।
এ ব্যাটারি যুক্তরাজ্যের নবায়নযোগ্য বিদ্যুৎ সংরক্ষণে কাজে লাগবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এ ব্যাটারির মাধ্যমে সন্ধ্যার পর বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে সূর্যের আলো ও বাতাস থেকে বেশি পরিমাণে শক্তি সঞ্চয় করা যাবে। এতে নবায়নযোগ্য শক্তি আরও বেশি ব্যবহার করা যাবে।
বিদ্যুৎ বিতরণকারী সাবস্টেশন লেইথন বাজার্ড ও তিনটি কোম্পানি সবচেয়ে বড় এ ব্যাটারি গ্রিডে যুক্ত করার কথা জানিয়েছে। এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি। এটি তৈরিতে লিথিয়াম ম্যাংগানিজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এক কোটি ৮৭ লাখ পাউন্ডের এ প্রকল্প নবায়নযোগ্য শক্তি সঞ্চয়ে কাজ করবে।
ছয় মেগাওয়াট শক্তি সংরক্ষণে উপযোগী ব্যাটারি স্থাপনের জন্য ইউরোপের এস অ্যান্ড সি ইলেক্ট্রিক, স্যামসাং এসডিআই এবং ইউনিকস কোম্পানিকে ইতিমধ্যে এক কোটি ৩২ লাখ পাউন্ড দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারে নির্মিয়মান এ ব্যাটারিটি দেখতে অপেক্ষা করতে হবে ২০১৬ সাল পর্যন্ত। ইম্পেরিয়াল কলেজের গবেষকরা জানিয়েছেন, এ ব্যাটারি সাফল্যের মুখ দেখলে শুধু যুক্তরাজ্যেই বছরে সাশ্রয় হবে ৩০০ কোটি পাউন্ড।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।