আমাদের কথা খুঁজে নিন

   

সরকার জনবিচ্ছিন হয়ে পড়েছে : খোকা

সোমবার বিকালে গাজীপুরে তিনি বলেন, “বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকারের এ দিশেহারার অবস্থা হয়েছে। এখন সরকার ও নির্বাচন কমিশন বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করছে।”
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান ও বিএনপি সমর্থক কাউন্সিলরদের সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকার এ সাবেক মেয়র।
বর্তমান সরকার দেশকে শত শত বছর পিছিয়ে দিয়েছে উল্লেখ করে খোকা বলেন,  সরকার ঢাকা সিটিকে দু’ভাগ করে মান-মর্যাদা ধূলায় মিশিয়ে দিয়েছে।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান গাজীপুরকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান।
বাসন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহম্মেদ চৌধুরী, বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার, হাবিবুর রহমান হাবিব, কাজী সাইদুল আলম বাবুল, কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, হুমায়ুন কবির খান, নাজিম উদ্দিন, সোহরাব উদ্দিন, সুরুজ আহম্মেদ, মো. আলাউদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম সরকার বাবুল, মুফতি নাসির উদ্দিন, শহীদুল ইসলাম।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.