আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষুব্ধ কবি

ভিন্য চোখে অন্য আলো

রোদ্রে স্নানরত মুর্খ বালকের মুখে বুলি। চল্লিশ বছর পার। তাবেদার জীবন মস্তিষ্ক হনন করতে চায়। হে মানুষ তোরা কবির কবিতা থামা, না হয় নিক্ষুব্ধ শব্দ এসে তোদের মস্তিষ্ক ছিরে খাবে। যৌনতার মৌনতা ঘেরা বিবস্র নাড়ির শরির টানে না, হাহাকার আর কান্নার ডেউ উঠে বুকে।

আধারের পর নিজের আশ্রয় হয় পাঁচ ইঞ্চির অজস্র ইটে ঘেরা সারির ভেতর। আর তাদের নিদ্রা আসে ঝোলা আকাশের নিচে, খোলা বাতাসে। মানবিকতার আত্মহনন, প্রতিদিন,এ দায় কোন কবির? অন্ধোকারের বুকে এক চিমটি আলো,সেও কালো হয় তোদের ছোয়ায়। মায়াময় অতিত, পতিত হয় তোদের পদতলে, গিলে ফেলি অখাদ্য,লোক দেখানো গনতন্ত্র। কবির দৃষ্টি ওত পেতে থাকা নর খাদকের দিকে,পিসে মারে মনন, হনন করে স্বাধীনতা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.