বুদ্ধি-বিবেক বর্জিত সব ধরণের সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই। আসুন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার সংগ্রামে নিয়োজিত হই।
ওরা জামাত-শিবির পিটায় আর জনগণ ওদের পিটায়।
বগুড়া, ১২ ফেব্রুয়ারি (আরটিএনএন ডটনেট)-- চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীকেখুন করে পালিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে মারা গেছেন বগুড়া স্বেচ্ছাসেবকলীগের শীর্ষ এক নেতা। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
শুক্রবারবগুড়ার নন্দীগ্রাম পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান জুয়েলচাঁদা দাবি করে হাটকর্মচারী ইউসুফকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পালিয়েযাওয়ার সময় ওমরপুর হাটের বিক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়লে তাকে গণপিটুনিদেয়। গুরুতর আহত জুয়েলকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুয়েল তার দুই সহযোগীকে নিয়ে ওমরপুর হাটে চাঁদা তুলতে যান। এ সময় ইজারাদারের কর্মচারীদের সঙ্গে জুয়েল ও তার সহযোগিদের বাক-বিতণ্ডা হয়।
এক পর্যায়ে তারা ইউসুফ হোসেন, ইউসুফ হোসেনের ছেলে সামছুল হক ও কর্মচারী মাহফুজার রহমানকে ছুরিকাঘাত করে।
চাঁদাবাজরা পালাতে গেলে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া করে। দুই সহযোগী পালিয়ে গেলেও জুয়েলকে ধরে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ জনতা।
আশঙ্কাজনক অবস্থায় ইউসুফ ও জুয়েলকে মেডিকেলে ভর্তি করা হলে দুজনই চিকিৎসারত অবস্থায় মারা যায়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রঃ এইখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।