আমাদের কথা খুঁজে নিন

   

বিক্ষুব্ধ চাঁদ আর প্রোলেতারিয়েত ঘুণপোকারা

....

১ ঘুমন্ত গাছপালাগুলোর ফাঁকে ফাঁকে অন্ধকার ঘাস তার উপর অনুগত চাঁদ বিছিয়ে রাখে ছেঁড়া জ্যোৎস্নার ময়লা শতরঞ্চি সঞ্চারমান নক্ষত্রদের থেকে ইতস্ততঃ ঝরে কার্তিকের হিম রাতপ্রহরায় থাকা ঝিঁঝিঁ পোকাদের অনর্গল সতর্কতা বৃদ্ধ পেঁচার জিগ্যাসু দৃষ্টি উঁচু ডালের উপর থেকে দূর বহুদুর জমাট অন্ধকারের মধ্যে নড়াচড়া কিছু প্রাচীন বিমূর্ত ধূসর অবয়বের সুদীর্ঘ অপেক্ষা বহুকাঙ্খিত গোপন সমাবেশ শুরুর জন্য ২ বিন্দু বিন্দু শিশির জমে ঘাসেদের বুক ভারী হয়ে যায় তবুও চাঁদ ক্রমশঃ বিক্ষুব্ধ হয়ে উঠছিল ছড়িয়ে থাকা অবয়ব গুলো কেমন যেন ঝিমিয়ে পড়ে বিশেষ অতিথি আসেন না জোনাকিদের আলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় অথচ চাঁদ ক্রমশঃ বিক্ষুব্ধ হয়ে উঠছিল শতরঞ্চি গুটিয়ে বিচ্ছিন্নতাকামী কালো মেঘেদের অশুভ আঁতাতে যারা আরো ছিন্ন করে দেয় জ্যোৎস্নাকে সুদীর্ঘ প্রতীক্ষায় অবয়বদের পকেটের পোষা শব্দগুচ্ছ উসখুস করে ওঠে অন্ধকার গুঞ্জন রাতজাগা দীর্ঘশ্বাস আর ফিসফিসানি বিশেষ অতিথি আসেন না কিন্তু ঘুণপোকারা সক্রিয় হয়ে ওঠে ৩ খবরে প্রকাশ যে গভীর রাত্রে কে বা কারা কবিতাকে জোড়াবট তলায় নৃশংস ভাবে হত্যা করে যায় তিনি সমাবেশে পৌঁছতে পারেননি চাঁদ পুরোপুরি বিক্ষুব্ধ হয়ে কালো মেঘের শিবিরে যোগ দিয়েছে প্রোলেতারিয়েত ঘুণপোকারা সক্রিয় হয়ে ওঠে এবং একটু একটু করে ঝাঁঝরা করে দিতে থাকে অবয়বদের মস্তিস্ক ঝিঁঝিঁপোকারা ঘুমে ঢুলে পড়ে আর পেঁচা ডানা ঝাপটিয়ে উড়ে যায় অনির্দিষ্টের পথে শুধু কবিতার ছিন্নভিন্ন শরীর পড়ে থাকে অন্ধকার ঘাসের উপর যেখানে লাল অক্ষরের রক্ত চুঁইয়ে মিশে যায় শিশিরের সাথে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.