নিউইয়র্কের মেট্রোপলিটন শিল্প জাদুঘর কর্তৃপক্ষ রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর কয়েকটি প্রতিকৃতি অপসারণের ঘোষণা দিয়েছে। মুসলমানদের প্রবল আপত্তির পরিপ্রেক্ষিতে এসব প্রতিকৃতি সরানো হয়েছে। নিউইয়র্ক পোস্ট পত্রিকা লিখেছে, জাদুঘরে অনেক ইসলামী চিত্রের সঙ্গে এ প্রতিকৃতিগুলো স্থাপন করার পর স্থানীয় মুসলমানদের মাঝে তা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাদের ধর্মে শরীরী মূর্তি বা চিত্র উভয়ই নিষিদ্ধ। লন্ডনের ‘আল অ্যারাব’ পত্রিকায় জাদুঘর সূত্র জানিয়েছে, নবী মুহাম্মদ (সা.)-এর প্রতিকৃতি স্থাপনের পর থেকেই প্রবল বিতর্ক শুরু হয়।
মুসলমানরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের সমালোচনার মুখে কর্তৃপক্ষ এগুলো সরাতে বাধ্য হয়। জাদুঘরের অন্যতম কর্মকর্তা আইজিল জিয়াস বলেন, ‘আমরা চাই মুসলমানদের সঙ্গে আমাদের সম্প্রীতি অক্ষুণ্ন থাকুক। তারা যেহেতু নবী মুহাম্মদের (সা.)-এর প্রতিকৃতি নিয়ে আপত্তি জানিয়েছেন, তাই সেগুলো অপসারণ করা হয়েছে। তা ছাড়া জাদুঘরের পরিসরও অনেক ছোট।
এতে যথাসম্ভব আমরা মুসলিম চিত্রকলা ও শিল্পকর্মগুলোকেও এখানে স্থান দিতে চাই। ষ সূত্র : ইসলাম স্টোরি আলী হাসান তৈয়ব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।