রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচাগুলোর বেশ কয়েকটি এখন ফাঁকা। অনেক খাঁচায় তিন-চারটি প্রাণী থাকার কথা, অথচ রয়েছে মাত্র একটি। এসব কারণে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের অভিযোগ আর হতাশার শেষ নেই। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশার কথা শুনিয়েছে। নতুন ও বিরল প্রজাতির প্রাণীর সমন্বয়ে দ্রুতই ভরে উঠবে খাঁচাগুলো।
ভরবে দর্শকের মনও আরেকটি সুখবর হলো, এরই মধ্যে ইমু পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলো দর্শনার্থীদের মধ্যে বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।
বি: দ্র: আমি ইমু পাখির খামার করতে চাই, ইমু কোথায় পাব আপনাদের জানা থাকলে জানাবেন আশা করি । ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।