গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
বাদশার মেয়ে জুলেখার গল্পটা কারও মনে থাকলে আমার সাথে শেয়ার করবেন দয়া করে। আমার যতটুকু মনে আছে তা পোষ্ট দিলাম।
জুলেখা বাদশার মেয়ে। তার ভারী অহংকার।
একদিন সে বাগানে গেল। দেখিল একটি মেয়ে ফুটফুটে চাঁদের মতো। জুলেখা কহিল, কে তুমি ? এখানে কেন ?
মেয়েটি কহিল, আমি ফুলপরী। ফুলদের ঘুম ভাঙাই।
জুলেখা রাগিয়া গেল।
কহিল, আমার বাগানে আর আসিবে না।
মেয়েটি চলিয়া গেল।
পরদিন জুলেখার বিবাহ। বাগানে ফুল ফুটিল না। পাখিরা গান গাইল না।
জুলেখা কাঁদিতে লাগিল। এমন সময় ফুলপরী আসিল। কহিল, তুমি কাঁদিতেছ কেন?
জুলেখা কহিল, আজা আমার বিবাহ। কিন্তু আমার বাগানে কোন ফুল ফুটিল না, পাখিরা গান গাহিল না। তাই মনের দুঃখে আমি কাঁদিতেছি।
ফুলপরী, আমি তোমাকে চিনিতে পারি নাই। তুমি আমাকে মাফ করিয়া দাও।
ফুলপরী হাসিয়া উঠিল। সাথে সাথে বাগানে ফুল ফুটিল, পাখিরা গান গাহিল। জুলেখার মনও খুশীতে ভরিয়া উঠিল।
গল্পটার শেষটুকু বোধহয় হুবহু হয় নাই। কেউ জানলে শেয়ার করবেন আশা করি। অগ্রিম ধন্যবাদ রইল সেজন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।