আমি তখন সদ্য ঢাকা মেডিক্যাল কলেজে চান্স পেয়েছি তাই মহা ভাবের সাথে আছি।আচার আচরনে সবাইকে বুঝিয়ে দিচ্ছি আমি একজন ডাঃ!তো প্রখম যেদিন আমাদের ক্লাস শুরু হল সেদিনই আমাদের নিয়ে যাওয়া হল এনাটমী ডিসেকশন হলে যেখানে ডেডবডি ডিসেক্ট করা হয়।ওখানে গিয়ে দেখলাম ৬টি টেবিলে ৬টি বডি সাদা কাপড় দিয়ে ঢাকা!আমাদের ব্যাচ টিচার ১টি বডির সামনে আমাদের দাড় করিয়ে কই জানি গেলেন!ব্যাস!শুরু হল আমাদের জল্পনা কল্পনা!কি রকম হতে পারে সাদা কাপড়ের ওপাশে শবদেহটি?সদ্য পরিচিত মেয়েদের সামনে আমার বীরপুরুষ সত্তাটি জেগে উঠল!কারো অনুমতির তোয়াক্কা না করে মাথা নিচু করে সাদা কাপড়টি সরিয়ে বলে উঠলাম,''দেখো মেয়েরা,this is called cadavar(human deadbody)''ওআল্লাহ,কথা শেষ না হতেই আমার মাথাটা ঘুরে উঠল!সাথে সাথেই ধরণী প্রপাততল!তখন কি আর জানতাম যে ডেডবডিতে formalin solution দেয়া!আর তার ঝাঁঝে আমি মাথা ঘুরে পড়ে যাব!!!!পুরো ২ সপ্তাহ মেয়েদের হাসাহাসির মধ্যে আমাকে কাটাতে হয়েছে!পরে অবশ্য ওদের বুঝাতে পেরেছিলাম,মাথা ঘুরে নয় বরং আনন্দের আতিশয্যের কারণই আমার এই অধঃপতন!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।