আসসালামু আলাইকুম, আমি একটা মেডিক্যাল কলেজ অটোমেশন সিস্টেম বানানোর চেষ্টা করছি । কিন্তু একটা সমস্যায় পড়ছি সেটা হল, কোন সরকারী মেডিক্যাল কলেজের ওয়েব সাইটে তাদের ফলাফল তৈরি করার কিংবা মার্কস কাঊণ্ট করার পদ্ধতি দেয়া নেই, পরে কয়েকটি প্রাইভেট মেডিক্যাল কলেজের ওয়েব সাইটে কিছু পেয়েছি কিন্তু তাও অস্পষ্ট, এখানে গেলাম, http://www.afmcbd.com/index5.php?category=32 তারপর দেখি এখানে কতগুলো সবাজেক্ট দেয়া আছে, কিন্তু এখানে গেলাম http://nimch.com.bd/?page_id=158 এখানে ঢুকে দেখলাম মেডিক্যাল কলেজে department, faculty তে ভাগ করা, কিন্তু সেটা কেমন ভাগ তা বুঝতে পারতেছি না, যেমন আমরা যখন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন বিভাগ অনুযায়ী ভর্তি হই, CSE,ICE এমন। মেডিক্যাল কলেজেও কি তাই করতে হয়, যেমন কেউ ইচ্ছে করলে প্রথম টার্মের Anantomy, Physicolgy, Biochemistry এই তিনটা থেকে যে কোন একটা বেছে নিয়ে পড়তে হয় নাকি, তিনটাই পড়তে হয়, যদি একটু কষ্ট করে আপনাদের কোর্সের এই ব্যাপারটা এবং আপনাদের সেমিস্টার টারম,ইয়ার এই গুলোতে কোন বিষয়গুলো পড়ানো হয় এবং ফলাফল কিভাবে তৈরি করা হয় এই ব্যাপারে কষ্ট করে একটু ধারনা দিতেন তবে অনেক উপকার হতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।