আমাদের কথা খুঁজে নিন

   

মেডিক্যাল স্টুডেন্ট সিনড্রোম

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। আমার ১ বন্ধু খুব সিরিয়াস টাইপের মেডিক্যাল স্টুডেন্ট। মেডিক্যাল-এ আসার পর থেকে তার মধ্যে কিছু অদ্ভুত বাতিক জড়ো হোতে থাকে। যেমন- যে কোন রোগের বর্ণনা পড়েই তার মনে হয় তার নিজের ঐ রোগটি রয়েছে। জ্বর-কাশি হোলেই সে ধরে নেয় তার TB হোয়েছে, নাক দিয়ে পানি পড়লেই ভাবে এটা CSF rhinorrhoea. কাশির জন্যও সে বড় স্যর দেখায় এবং স্যর শুধু কাশির ওষুধ দিয়ে ছেড়ে দিলে অসন্তোষ প্রকাশ করে, সরাসরি প্রতিবাদ করে কেন স্যর তার throat swab নিচ্ছে না।

১বার তো উপরপেটের ডানপাশে ১০মিনিট সামান্য ব্যথা অনুভূত হওয়ায় সে এটা CLD না chronic cholecystitis তা differentiate কত্তে লেগে যায়। তো এই ছেলেটির ১বার ১টু বুক ধড়ফড় করায় মেডিসিনের ১ বড় স্যরের কাছে গিয়ে হাজির হয়। গিয়ে বলে, "স্যর আমার ত খালি বুক ধড়ফড় করে। মনে হয় 2nd degree হার্ট ব্লক হোয়ে গেছে। স্যর ইমিডিয়েট ম্যানেজমেন্ট দরকার স্যর"।

অভিজ্ঞ স্যর বন্ধুকে কেবল antipsychotic দিয়ে ছেড়ে দেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.