আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের কি ভয়ংকর দুঃসাহস !!

বিরিন শট

জিশান শা ইকরাম ভাইয়ের আহবানে সোনার বাংলাদেশ ব্লগে গত পরশুদিন একটা বল্গ (নুরা পাগলা৫৫ নামে) খুলেছি। আজ সকালে তাতে ''সহীহ ছাগনামা বা ছাগবৃত্তান্ত'' নামে একটি লেখা প্রকাশ করেছিলাম। পক্ষে একটা মন্তব্যও পাইনি। বরং প্রতিক্রিয়ায় স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরেরা কি অশ্লীলভাবে, ভয়ংকরভাবে উত্তর দিচ্ছিল। শেখ মুজিবের মত শেখ হাসিনাকেও হত্যার ভয়ংকর হুমকি ছিল তাতে।

আর শেখ হাসিনা, শেখ সেলিম, নানককে নিয়ে কি অশ্লীল কথাবার্তা ছিল তাতে। এই লেখা কম্পোজ করতে গিয়ে ওখান থেকে সেই মন্তব্য গুলো কপি পেস্ট করে আনতে গিয়ে দেখি মাত্র পনেরো/বিশ মিনিটের মধ্যেই সকল মতের মিলনমেলার দাবীদাররা আমার পোস্টটি মুছে দেয়া সহ আমার লেখা প্রকাশের উপর ব্যান মোবারক মেরে দিয়েছে। কিনতু আফসোস আমার লেখার প্রতিক্রিয়ায় করা স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের ভয়ংকর দুঃসাহসী সেই মন্তব্যগুলো কপি পেস্ট-করে রাখতে পারলাম না বলে !!আফসোস মন্তব্য কারীদের নিকগুলোও টুকে রাখতে পারিনি বলে। আলিম আল রাজী ভাইয়ের কথামত সোনার বাংলাদেশ ব্লগে গিয়ে কি বিপদেই পড়েছিলাম। একা একটা মেষশাবককে হায়েনার পাল যেভাবে ঘিরে ধরে আমাকে ওরা সেভাবেই দলবদ্ধভাবে কামড়ে ধরেছিল।

অনেক শিক্ষা হয়েছে । এবার নিকটি কিভাবে ডিঅ্যাক্টভেট করব সেই তরীকা বাতলান। ছাইড়া দেমা কাইনদা বাঁচি। জ ভাইয়ের আহবানে সোনার বাংলাদেশ ব্লগে গত পরশুদিন একটা বল্গ (নুরা পাগলা৫৫ নামে) খুলেছি। আজ সকালে তাতে ''সহীহ ছাগনামা বা ছাগবৃত্তান্ত'' নামে একটি লেখা প্রকাশ করেছিলাম।

পক্ষে একটা মন্তব্যও পাইনি। বরং প্রতিক্রিয়ায় স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরেরা কি অশ্লীলভাবে, ভয়ংকরভাবে উত্তর দিচ্ছিল। শেখ মুজিবের মত শেখ হাসিনাকেও হত্যার ভয়ংকর হুমকি ছিল তাতে। আর শেখ হাসিনা, শেখ সেলিম, নানককে নিয়ে কি অশ্লীল কথাবার্তা ছিল তাতে। এই লেখা কম্পোজ করতে গিয়ে ওখান থেকে সেই মন্তব্য গুলো কপি পেস্ট করে আনতে গিয়ে দেখি মাত্র পনেরো/বিশ মিনিটের মধ্যেই সকল মতের মিলনমেলার দাবীদাররা আমার পোস্টটি মুছে দেয়া সহ আমার লেখা প্রকাশের উপর ব্যান মোবারক মেরে দিয়েছে।

কিনতু আফসোস আমার লেখার প্রতিক্রিয়ায় করা স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের ভয়ংকর দুঃসাহসী সেই মন্তব্যগুলো কপি পেস্ট-করে রাখতে পারলাম না বলে !!আফসোস মন্তব্য কারীদের নিকগুলোও টুকে রাখতে পারিনি বলে। জিশান ভাইয়ের কথামত সোনার বাংলাদেশ ব্লগে গিয়ে কি বিপদেই পড়েছিলাম। একা একটা মেষশাবককে হায়েনার পাল যেভাবে ঘিরে ধরে আমাকে ওরা সেভাবেই দলবদ্ধভাবে কামড়ে ধরেছিল। অনেক শিক্ষা হয়েছে । এবার নিকটি কিভাবে ডিঅ্যাক্টভেট করব সেই তরীকা বাতলান।

ছাইড়া দেমা কাইনদা বাঁচি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.