আমাদের কথা খুঁজে নিন

   

পটুয়াখালীতে এলাকাবাসী-ছাত্রদল সংঘর্ষ

এর আগে ছাত্রদলকর্মীদের মারধরে সংগঠনটির এক কর্মীও আহত হন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বটতলা ও সদর হাসপাতাল চত্বরে এ ঘটনাগুলো ঘটে।
আহতদের মধ্যে মাদারবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মো. রুবেলকে বলিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বটতলা থেকে ছাত্রদলের একটি মিছিল শুরু হয়ে সবুজবাগ ঘুরে আবার বটতলায় ফিরছিল।
পথে কাজীপাড়ায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।


এ সময় উপস্থিত পুলিশ ও ছাত্রদল নেতারা তাদের দুদিকে সরিয়ে দেয়।
পরে বটতলায় আবারো কিছু ছাত্রদলকর্মী রুবেলকে পিটিয়ে আহত করে।
প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী আব্দুস সালাম আরিফ জানান, এর জেরে প্রতিপক্ষের ছাত্রদলকর্মীরা স্থানীয় যুবক সঞ্জয় শীলকে মারধর করে।
এরপরই স্থানীয়দের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.