একজন শব্দ শিকারি
আমার বদ স্বভাবগুলোর মধ্যে অন্যতম একটি হলো মোবাইলের ব্যাল্যান্স চেক না করা। তাই মাঝে মাঝেই কারো সাথে কথোপকথন চলা কালে লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। আমার বাংলালিংক একাউন্টে ৫ টাকা ধার করা যায় বলে রক্ষা। তারপর ৫টাকা ধার করে এনে অসমাপ্ত কথা শেষ করতে হয়। বাংলালিংক একাউন্টে ৫ টাকার কম থাকলেই ৫ টাকা ধার করা যায়।
এতদিন গ্রামীণফোনে এই সুবিধা ছিল না তাই আমার গ্রামীণ সিমটি দিয়ে কথা বলার ক্ষেত্রে লাইট বিচ্ছিন্ন হলে অপর-প্রান্তের কলের অপেক্ষায় থাকতে হতো। এখন গ্রামীণ ফোন এই সার্ভিসটি তাদের নেটওয়ার্কে যুক্ত করেছে। আজ আমার গ্রামীণ সিম দিয়ে একজনের সাথে কথা বলার সময় একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকাই লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ভাবলাম গ্রামীণের কাছ থেকে ৫ টাকা ধার করি। ধার করার জন্য ডায়াল করলাম *1010*1# কিন্তু এতে গ্রামীণফোন তাদের নেটওয়ার্কে স্বাগতম জানালো, তারপর একাউন্ট চেক করলাম সেখানে ব্যাল্যান্স ০.০২ টাকা।
ধারকৃত টাকা গেল কই? তারপর খবর নিয়ে জানতে পারলাম ব্যলান্স শূন্য (০.০০) না হলে টাকা ধার করা যাবে না।
নাদের আলী, কবে আমার একাউন্ট শূন্য হবে, কবে গ্রামীণ আমায় টাকা ধার দিবে?
কবে শেষ হবে আমার অসমাপ্ত কথা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।