আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণের বিকল্প পল্লী সঞ্চয় ব্যাংক হচ্ছে

গ্রামীণ ব্যাংকের বিকল্প হিসেবে 'পল্লী সঞ্চয় ব্যাংক' নামে সরকার একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি বিল গতকাল সংসদে উত্থাপন করা হয়। সম্পূরক কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংক আইন-২০১৪ শীর্ষক বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বৈঠকের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত ঘোষণা করেন। এরপর সম্পূরক কর্মসূচিতে আইন প্রণয়ন কার্যাবলিতে আনীত বিলটি উত্থাপনের জন্য অর্থমন্ত্রীকে ফ্লোর দেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিল উত্থাপনের আগে এতদঞ্চলে ১৯৬১ সালে শুরু হওয়া পল্লী উন্নয়ন কর্মসূচির প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, থানায় থানায় প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি কো-অপারেটিভ করার পরিকল্পনা করা হয়েছিল। স্বাধীনতার পর ২০ থানায় পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির পরিকল্পনা করা হলে জাতির জনক ঘোষণা দিলেন, ২০ থানায় নয় (তৎকালীন ৩৭৫টি থানায়) সব থানায় এ কার্যক্রম শুরু করতে হবে। এরপর ১৯৮২ সালে সরকার রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করে। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে গ্রামীণ দরিদ্র মানুষের উন্নয়নের জন্য। গরিব মানুষের মধ্যে সঞ্চয় অভ্যাস গড়ে তোলা ও কৃষি প্রবৃদ্ধি বাড়ানোর জন্য।

কিন্তু গ্রামীণ ব্যাংক জনগণের সঞ্চয় সংগ্রহ করেছে তাদের ঋণ দিয়েছে নিজেদের সঞ্চয় বৃদ্ধি করেছে। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত গ্রামীণ ব্যাংক ঋণ দিয়েছে ৯৭ হাজার ২০০ কোটি টাকা। এর বিপরীতে নিজেরা লাভ বা সঞ্চয় করেছে ১৪ হাজার ৭৭৭ কোটি টাকা। এই লাভের টাকা ও সঞ্চয় গ্রাম থেকে শহরে এনে বিনিয়োগ করা হয়েছে। সরকার পল্লী এলাকার সঞ্চয় দিয়ে পল্লী এলাকার উন্নয়নে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

এতে গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধি ঘটবে। দরিদ্র মানুষের আর্থিক উন্নতি হবে। পরে অর্থমন্ত্রী পল্লী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ সংসদে উত্থাপন করেন। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংসদে জমা দেবেন।

এ লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠা করা হচ্ছে 'পল্লী সঞ্চয় ব্যাংক। '

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.