আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণের সব সহযোগী প্রতিষ্ঠানকে গ্রামীণ ভবন ছাড়ার নির্দেশ দিলেন ড. ইউনসূ

নাজমূল হক সরকার ( আমাদের সময়--৩১/০৫/২০১১ )---: রাজধানীর মিরপুরস্থ গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ে থাকা গ্রামীণের সহযোগী সব প্রতিষ্ঠানকে দ্রুত সরিয়ে নিতে সংশ্লিষ্ট এমডিদের নির্দেশ দিয়েছেন ওইসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি নূরজাহান বেগম ও জিএম হিসাব মো. শাহজাহান উপস্থিত ছিলেন। বিদেশে এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে গতকাল ইউনূস সেন্টারে বসে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ নিটওয়্যারের এমডি ইঞ্জিনিয়ার আশরাফুল হাসান, গ্রামীণ ট্রাস্টের এমডি এইচআই লতিফি, গ্রামীণ ফান্ডের এমডি শেখ আব্দুল দাইয়ান, গ্রামীণ কল্যাণের এমডি ইমামুস সুলতান, গ্রামীণ সচিবালয়ের চিফ অফিসার মফিজুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আলোচনাকালে ড. ইউনূস কর্মকর্তাদের বলেন, গ্রামীণের সহযোগী প্রতিষ্ঠানগুলো সরকার গ্রামীণ ব্যাংকে অধীনে নেয়ার চেষ্টা করছে। গ্রামীণ ব্যাংকের সঙ্গে এসব প্রতিষ্ঠানের দেড়শ স্ট্যাম্পে ডিড করা আছে। কাজেই দুইএক দিনের মধ্যে অফিস ছেড়ে দেয়ার জন্য গ্রামীণ ব্যাংকে চিঠি দিতে হবে। অন্যত্র অফিস ভাড়া নিয়ে জিনিসপত্র সরানোর নির্দেশ দেন ড. ইউনূস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.