আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণের গ্যাঁড়াকল থেকে বেরিয়ে আসার চেষ্টা



২০০০ সাল থেকে গ্রামীণ ফোনে একটি নম্বর ব্যবহার করছি। এরমধ্যে গ্রামীণ অনেক অফার দিয়েছে তাদের গ্রাহকদের জন্য। কিন্তু আমরা যারা নিয়মিত ব্যবহার করছি তাদের কোন সুযোগ দেয়নি তারা। কারণ গ্রামীণ মনে করে আমরা তাদের বাধা গ্রাহক বা গাধা গ্রাহক। আমরা কখনও ই তাদের সিম ছাড়তে পারবো না।

তাইতো এখনও গ্রামীণের কল রেট প্রায় দুই টাকা। ২৫ পয়সা এফ এন এফ থেকে করা হলো ৪৯ পয়সা। ভাওতাবাজির বিজ্ঞাপন ও এন ওয়ান। আরও কত কী। অথচ এই দেশেই অন্য অপারেটর রা অনেক কমে কথা বলাচ্ছে গ্রাহকদের।

তাদেরই একটি ওয়ারিদ টেলিকম। ওয়ারিদ এর ব্যাসিক পোস্ট পেইড নামের প‌্যাকেজ এ কল রেট ২৪ ঘন্টা সব মোবাইলে ৯৪ পয়সা মিনিট। ২৪ ঘন্টা ওয়ারিদ টু ওয়ারিদ ৪৯ পয়সা। এফ এন এফ ১৫ টি। এফএন এফ রেট।

ওয়ারিদ টু ওয়ারিদ ২৫ পয়সা। ওয়ারিদ টু অন্য অপারেটর ৬৫ পয়সা মিনিট। এই অফারটি ভাল লাগলো। সাথে আরও একটা বিষয় তা হলো আমার গ্রামীণ এর নম্বরের সঙ্গে মিল রেখে শুধু ৭ এর যায়গায় ৬ বসিয়ে সিমটি পেলাম। এটা আমার জন্য ভাল হলো।

আর একটা কথা হলো এই সিমে মাসে ৫০ টাকা লাইন রেন্ট আছে। কিন্তু মাসে ৩০০ টাকার কথা বললে ৫০ টাকা লাইন রেন্ট দিতে হবে না। সব মিলিয়ে ভালই মনে হলো। তাই এখন থেকে গ্রামীণ গুড বাই। স্বাগতম ওয়ারিদ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.