আমাদের কথা খুঁজে নিন

   

কর্পোরেট ক্লায়েন্টদের জন্য গ্রামীণের বিজনেস সলিউশন একটা পুরা ফাউল সার্ভিস

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কলরেট বেশী। এসএমএস চার্জ বেশী। আরো যা আছে সব। কিন্তু এটার নাকি ইস্পাশিলিট অনেক! কেমনে হয়? নাম্বারগুলো সিরিয়ালি থাকবে। হুদোহুদিই, এর কোন ব্যবহারিক ভ্যালু কি আছে? মিনিমাম একশ সিমের জন্য চুক্তি করতে হবে অথচ আপনি কলরেট, এসএমএস চার্জ দেবেন বেশী - আর ওদিকে ফুটানি দেখবেন কর্পোরেট সলিউশনের, সালার আবাল কুনহানের! তারপরে আরো আছে।

প্রতি ঘন্টায় ঘন্টায় এক একধরণের বিল। অফিস টাইমে সবচেয়ে কম। অথচ অফিসের সময় তো সবাই টিএন্ডটি টু মোবাইল ধরতে অভ্যস্ত। রিডিউস প্রাইস কামে লাগার কোন সম্ভাবনা নাই! তারউপরে এই বিজনেস সলিউশনের জন্য সালারা সব এক্স বড় বড় অফিসিয়ালদের চাকুরী দিছে যাদের কথায় বিভিন্ন অফিসগুলা এই সার্ভিস নিতে যেন প্রভাবিত হয়। যে কম পয়সায় কথা বলার সুযোগ দেবে কর্পোরেট হাউসগুলো সেদিকেই যাবে।

লাইন এখন মোটামুটি সবগুলাই একরকম। কর্পোরেট সলিউশনের নামে গ্রামীণের এই ইতরামী খন্ডনের কোন যুক্তি কেউ কি দেখাবেন? গ্রামীনের এই আবালীয় বিজনেস সলিউশনকে সানন্দে মাইনাস দাগানো হলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.