জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com
রজনী গভীর হলে স্বপ্ন সঘন হয় স্বমহিমায়
স্বপ্ন কি তবে রজনীগামী
সংগোপনে মিথস্ক্রিয়ায় মাতে সঙ্গদাতার সনে
সচিত্র সজল চোখে সজীব স্বপ্নের সঞ্চরণ
স্বপ্ন কি তবে রজনী সহোদরা
স্বপ্রতিভ সফর সারে স্বপ্নঘোরে; যেনো স্বাপ্নিক এক
স্বপ্নাদেশ নিয়ে স্বপ্নরাজ্যে করে বিচরণ;
স্বপ্ন সহায় হলে রজনী ফুড়িয়ে যায় সমূহ সম্ভাবনায়
রজনী কি তবে স্বপ্নময়ী
চরাচরে নামে স্বপ্নঘোর রজনী বিলাসে
স্বভাবে স্ববশ করে সকল স্বপন
রজনী কি তবে স্বপ্ন সজনী
সরোদে ঝংকার তোলা স্বরলহরী
স্বমোহে স্বকৃত হয় সমূহ যাপন;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।