বুধবার বেলা সোয়া ১১টার দিকে প্রয়াতের মরদেহ নেয়া হয় শহীদ মিনারে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার জানানো হয়। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।
রাষ্ট্রপতির পক্ষ থেকে তার একান্ত সচিব মনিরুল ইসলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা বেলালের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী আবুল কালাম আজাদ ও সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, আওয়ামী লীগের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান শ্রদ্ধা নিবেদন করেন।
মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হয়েছেন শহীদ মিনারে।
এর আগে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘর থেকে বেলাল মোহাম্মদের কফিন নেয়া হয় তার কর্মস্থল বাংলাদেশ বেতারের শাহবাগ কার্যালয়ে। সেখানে দীর্ঘ দিনের সহকর্মীরা প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান। পৌনে ১১টার দিকে সেখানে হয় তার দ্বিতীয় জানাজা।
মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে জাতির জনকের স্বাধীনতা ঘোষণা ছড়িয়ে দিতে এগিয়ে আসা বেলাল মোহাম্মদ মঙ্গলবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মঙ্গলবারই উত্তরার বাসায় তার প্রথম জানাজা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।