সভ্যচাষী মানুষ তুমি মানুষ আমি
দ্বিধা দ্বন্দের ভাগা ভাগি
সেবার জন্যে মারা মারি
কেমনে বল মৃত্যুরে রুধি। ।
ধ্বংসলীলার মুখে
যাকে রাখি বুকে
ধূলোয় ফেলিব কি সুখে
নিকষ কালো আধিয়ারে। ।
সৌহার্দ সম্প্রীতি নীত মনে
মানুষ মানুষের সনে
উজ্জীবিত প্রাণে প্রাণে
আলোর উত্সব আমন্ত্রণে।
।
মানুষ মানুষ জাগ্রত রুহে মানুষ
মানুষ মানুষ এক হও মানুষ
মানুষ মানুষ ওরে মানুষ। ।
দেহ দেহ দেহ ভূবন
বিরহ স্বপ্ন ত্যাগি জীবন
প্রবাসে হিংসা বিদ্যেষে মরে মরে বেঁচে থাকা এ কেমন মরণ। ।
পরিমার্যিত চলক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।