ভালবাসা মানে অন্যের ভালত্বে বাস করা
বুকের ভেতর থেকে কান্না ঠেলে আসছে এ কোন দল মাঠে ? এ কি আমাদের টাইগার!!!!!!!!!!!!!!!!!!
এ খেলা উপহার দিতেই কি তারা এসেছে!!!!!!!!!!! ১৬ কোটি মানুষের আর্তনাদ ।
পুরো দেশ আজ থমকে গেছে হায় ছেলেরা তোমরা এ কি উপহার দিচ্ছো।
জানি না কবে পারবে। তবে সিধু আরো অনেকের মুখ তোমরা আরো খুলে দিলে .।...
এটাই কি আমাদের পাওয়ার ছিল ? আজ তোমাদের বলতেই হবে এই গরিব দেশের এত গুলো
মানুষকে এত কষ্ট কেন দিয়েছ?.........
অফিস আজ নিস্তব্দ.!!!!!!!!!!!!!!.........
যাক হয়ে শেষ যত জল্পনা কল্পনার আজ যদি জয়ের মালার বদলে অন্য কিছু আসে আবাক হব না.....আর হিসেবের দরকার নেই.।
কি করে ..বাড়ি ফিরব তাই ভাবছি। আর খেলাই দেখব না। .
.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।