আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাপারটা এমন হলে কেমন হয়....

হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ সঁমঁয়ঁ হঁয়েঁছেঁ বঁলাঁরঁ.... চলমান পরিস্থিতি কবে শেষ হবে জানা নেই। তবে এতোটুকু বুঝা যাচ্ছে, নিরীহ ধর্মপ্রান মানুষগুলোই আজ লাঠি-সোটা হাতে নিয়ে নেমেছে তথাকথিত ইসলাম রক্ষার্তে। এদের সংখ্যা প্রায় মোট আন্দোলনকারীর ৯০ ভাগের মত। যারা নিজ ধর্মকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আজ জামাত-শিবির এদের ধর্মানুভূতির সুতা হাতে নিয়ে পুতুল নাচাতে ব্যস্ত ।

এরাই উস্কে দিচ্ছে মন্দির পোড়াতে, এরাই উস্কে দিচ্ছে পুরো ব্লগারদেরকে নাস্তিক আখ্যা দিয়ে হত্যাযজ্ঞে নামতে, এরাই উস্কে দিচ্ছে ইসলাম গেলো, ইসলাম গেলো ধুঁয়া তুলে স্বার্থ হাসিল করতে। নিরক্ষর কিংবা অর্ধশিক্ষিত এই ধর্মপ্রান মানুষগুলোকে টিয়ারশেল বা রাবার বুলেট দিয়ে কাবু করা সম্ভব না। এরা অস্ত্রকে যতটা ভয় পায়, তার চেয়ে বহুগুনে বেশি পায় ধর্মকে। তাই এদেরকে শুধুমাত্র মুক্তবুদ্ধির আলেম সমাজ পারে সঠিক পথ দেখাতে। শান্তির পথে আনতে.... যা আওয়ামী লীগ কিংবা বিএনপির (যদি চায় !) পক্ষে অতিদুরূহ ব্যাপার।

তাই আমার মতে এখন সরকারী-বেসরকারী টিভি/রেডিও চ্যানেলগুলোর উচিৎ আলেমদের ধর্মীয় সহবস্থানের বক্তব্য বারবার প্রচার করা। যা অলরেডি বায়তুল মোকাররম আর শোলাকিয়া মসজিদের খতিব দিয়েছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।