আমাদের কথা খুঁজে নিন

   

ভারত নিয়ে হিন্দুদের কিছু ফাউ প্যাচাল .....



একটা বিষয় যেটা নিয়ে বাংলাদেশে খুবই ফালাফালি হয় । সেটা হল হিন্দুদের ভারতের প্রতি টান । তো আসুন বিষয়টা একটু ভালভাবে ব্যাখ্যা করা যাক । এখন বাংলাদেশে দেখা যায় যে , হিন্দুদেরকে দাদা, ভাদা, ভারতের চর, ভারতের দালাল , ভারতের নাগরিক প্রভৃতি নামে ডেকে উপহাস করা হয় । সাধারণ ভাবে , হিন্দুদের সব তীর্থক্ষেত্র ভারতে ও তাদের সমস্ত দেবতা বা অবতারদের বিচরণক্ষেত্র ও পবিত্র স্থানগুলি ভারতে অবস্থিত ।

উপরন্তু ভারতে বর্তমানে হিন্দুদের সংখ্যা সবথেকে বেশী । সেহেতু, শুধু বাংলাদেশ কেন , যেকোন দেশের হিন্দুদেরই ভারতের প্রতি টান থাকাটাই স্বাভাবিক । এটা নিয়ে কোন প্রশ্ন তোরা যেমন মূর্খতা , তেমনই গাধামি । আর সেটাই বাংলাদেশের মুসলিমরা প্রতিনিয়ত করে থাকেন । আচ্ছা , এবার একটু মুসলিমদের দিকে আসি ।

মক্কা ও মদিনা তাদের অতি পবিত্র তীর্থ স্থান ও মহানবীর স্মৃতি বিজরিত স্থান । তাইু প্রত্যেক মুসলমানেরই মক্কা মদিনার উপর বিশেষ টান আছে । কোন মুসলমান বুকে হাত রেখে বা কোরান স্পর্শ করে বলতে পারবেন না যে সে মক্কা বা মদিনাকে ভালবাসেন না । এবং বেশীরভাগ মুসলিমই নিজের জীবনের থেকে মক্কা বা মদিনাকে ভালবাসেন , দেশ তো দূরে থাক । তাহলে হিন্দুদের ভারতের প্রতি টান থাকাতে যদি তাদের উপহাস করা হয় , তবে মুসলিমরে মক্কা বা মদিনার উপর টান থাকাতে তাদের কী করা উচিৎ ??? প্রশ্ন রইল আপনাদের কাছে ।

আর অনেকে বলে থাকেন হিন্দুদের নিজের দেশের থেকে অনেকসময় ভারতের উপর টান বেশী থাকে । যদি কারও তেমন থেকে থাকে তবে তাকে আমি অবম্যই ঘৃণা করি । যদিও মুসলেমদের ক্ষেত্রে সেটা গর্বের বিষয় নিজের দেশ ও জীবনের থেকে মক্কা মদিনাকে ভালবাসা । আর অনেক সময় অনেকে বলে থাকে যে , হিন্দুরা ভারতে চলে যায় কেন । এর উত্তর আশা করি আপনারা ছাড়া ভাল কেউই জানে না ।

কারণ হিন্দুদের পেটাতে আপনাদের কোন কারণের দরকার হয় না । আসলে মুসলমানরা হিন্দুদের পেটাতে খুবই আনন্দ বোধ করেন । আর আপনারাই চান যে হয় হিন্দুরা বসে মার খাক অথবা ভারতে চলে যাক । আর তখনই প্রচন্ড রাগ হয় ও নিজের উপর প্রচন্ড ঘৃণা জন্মে , যখন দেখি কোন কারণ ছাড়াই কিছু ঈমাণদার মুসলমান নামধারী কিছু ব্যাক্তি ফাকিস্থানকে অত্যান্ত ভালবেসে ফেলেন । মনে হয় শুয়রের বাচ্চা গুলোকে পাছায় লাথি মেরে ফাকিস্থানে পাঠিয়ে দিই ।

আর কিছু বলার নেই । এবার আপনারাই বিবেচনা করুন কোনটা সঠিক আর কোনটা ভুল ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.