আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... সময়কাল ১৯৯৪। ক্রিকেট খেলা তখন খুব বুঝতাম তা না তবে দেখতাম। একদিন আমি আমার এক কাজিন মামার বাসায় গিয়েছিলাম।
তো ঐদিন ভারতের খেলা ছিল । কার বিপক্ষে ছিল তা বলতে পারবনা।
আমার কাজিন এর বয়স তখন ৪-৫ হবে। এখন সে খেলা দেখবেই। মামা খেলা খুব একটা পছন্দ করেন না। তখন মামা তাকে জিজ্ঞাসা করে খেলার জন্য তো এত পাগল হলি দেখি ইন্ডিয়ার কয়েকটা খেলয়ারের নাম বলতো??
কিছুক্ষন চুপ করে থেকে বলে "আমি হিন্দুদের নাম মুখে আনি না"।
তখন আমরা সবাই হাসতেছিলাম।
আসলে সে একজন এর নাম ও জানতো না। তার সেময়ের কথাটা শুনে আমার হাসি পেলেও আজ তার কথার সুর ধরে আমার ও বলতে ইচ্ছে করে "আমিও যদি হিন্দুস্তান এর নাম মুখে না এনে থাকতে পারতাম" তাহলে সত্যি ভাল লাগত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।