নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।
অসম্প্রদায় চেতনা নিয়ে এদেশর মানুষ পাকিস্তানের শাসকশ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। অথচ আজ একটা জাতীয় দৈনিকের প্রধান শিরোনাম হলো ১০ বছরে হিন্দু জনসংখ্যা নয় লাখ। এটা পত্রিকার খবর না হলেও সংখ্যা লঘুর দেশ ত্যাগের ঘটনা আমরা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে বুঝি। তবে বিস্ময়কর ব্যপার হলো এই দেশ ত্যাগের ঘটনা ধর্মবৃত্তিক পাকিস্তান রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে অনেক বেশি।
এতই প্রমাণিত হয় যত সময় অতিক্রম করছে রাষ্ট্র ততবেশি সম্প্রদায়ক হয়ে উঠছে। একটা জাতি সম্প্রদায়ক হবে নাকি অসম্প্রদায় চেতনাধারী হবে এটা সে জাতীর রাজনীতির উপর নির্ভর করে। অথ্যাৎ.দেশ স্বাধীন হবার পর এই অঞ্চলে যারাই শাসন করেছে তারাই ক্ষমতা যাবার জন্য ধর্মকে রাজনৈতিক ভাবে ব্যবহার করেছে। আর যারা অস্ম্প্রদায় চেতনার কথা বলেছে তারা সংখ্যা লঘুর ভোট নিজের বাক্সে টানার জন্য। ছোট্ট একটা পরিসংখান দিলে পাঠক বুঝতে পারবেন।
অর্পিত শত্রু সম্পত্তির একক ভাবে সবছেয়ে বড় অংশটা দখল করে আছে আওয়ামীলীগ। আর গোপালগঞ্জ জেলায় আওয়ামীলীগের একক ভাবে প্রধান্য থাকলেও এই জেলা থেকে গত দশ বছরে ১৭৮৩৫ জন হিন্দু দেশ ত্যাগ করেছে। এতেই প্রমাণিত হয়, সংখ্যালঘুর সম্পত্তি দখলের ব্যপারে এদেশের বুর্জোয়া রাজনৈতীক দল তথা, আওয়ামীলীগ, বিএনপি, জাতিয় পার্টি জামাত সকলেই আসলে ভাই ভাই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।