আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবদের জন্য শুভ কামনা..................



বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়ার্ড নিয়ে বরাবরই আমি অসন্তুষ্ট। আবার মাশরাফিকে নিয়ে বিসিবি আর কোচের ড্রামা সিরিয়ালে আমি খুবই ক্ষিপ্ত। ব্যাটিং লাইন আপে বরাবরই মিডেল পজিশনে আমার পছন্দ ছিল অলক কাপালি। ব্যাটিং পাওয়ার প্লেতে কাপালির চার-ছক্কা হয়তো দেখা যেতো। হয়তো আবার কাপালিও দলের অপরদের মতো ব্যর্থ হতো।

কোচ সিডন্সকে আমি দুই চক্ষুতে দেথিতে পারিনা। ঐ বেটা আমাগো টাকা খাইয়া আমাকে খেলোয়ারদের সাথে র্দুব্যবহার করে। এই সাহস পাইছে আমাগো অদক্ষ বিসিবির কল্যাণে। সাকিবকে অপমান করছিল, ভুলিনি। দলের টীম স্পিডটাকে দমিয়ে দিছে ঐ রাজনীতিবিদ পটুবাজ লোকরা।

খবরদার ক্রিকেট লইয়া রাজনীতি খেলতে রে তোরা যে কেউই, যত ক্ষমতাবাজ হও না কেনো...............টান দিয়া ছিড়া ফালামু.................আমরা ১৬ কোটি প্রাণ সাকিব বাহিনী আমাগো প্রাণ। আশরাফুলের অর্ন্তভুক্তি অভিজ্ঞতার মূল্যায়ণ। কিন্তু আমার মনে হয় একাদশে আশরাফুলের সুযোগ শুধুই অভিজ্ঞতার মূল্যায়ন না সাথে অন্য কিছুও আছে। তবে যাই থাক অ্যাশ ক্রিকেটের ভাষায় বিষ্ময় বালক। ও ওলট-পালট করতে পারে যে কোন হিসাব।

কিন্তু দুঃখ হয় পোলাটা রে আমরা আর ফিরিয়ে আনতে পারছি না বিনিময়ে ব্যর্থ্তা আর ব্যর্থতা। তবে কি আশরাফুলের দিন শেষ! আয়ারল্যান্ডের সাথে কষ্টার্জিত বিজয় এবং ৫৮ রানে অল আউট...ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় পরাজয়ে আমিও হয়েছিলাম ক্ষুদ্ধ, ক্ষোভে ফেটেছিলাম। এগুলারে দিয়ে আর যা হোক ক্রিকেট খেলা হইবো না। সাকিব মাইয়াগো লগে গিয়া চাড়া খেল.............! কেন, সাকিব চাড়া খেলবো কেন? সাকিব ক্রিকেট খেলবে....................আবার মাতো ক্রিকেটে...বিজয় হবে আবার.........শুভ কামনা রইল। আরেক বার শেষ থেকে শুরু কর না সাকিব................তামিম.....জুনায়েদ.....রফিকুল.....নাফিজ...........আশরাফূল......নাঈম.....মাহমুদুল্লাহ.....রাজ্জাক.......শুভ......শফিউল.......মুশফিক রহিম........ঘুড়ে দাড়াঁ আরেক বার..................গর্জে ওঠুক তোদের ব্যাট..........এক/দুই/চার/ছয়ে.... সাকিব বাহিনীর প্রতি অনেক ঘৃণা দেখিয়েছি আর থাকতে পারলাম না।

বিশ্বকাপে এ প্রথম মন থেকে সাকিবদের জন্য শুভ কামনা করলাম। হারলে হারুক....খেল এবার তোরাই তো জিততে পারি আত্নবিশ্বাস জাগিয়েছিস। আমার এখন জিতার আশায় খেলা দেখি এটাই কম কিসের। শুভ কামনা রইল তোরের প্রতি....................আবার আমাগো আনন্দ করার উপলক্ষ্য এনে দে। তোরই তো এতো দিন আনন্দ করার ক্ষণ এনে দিতি বারবার.....তো হয়ে যাক আরো একবার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.