আমাদের কথা খুঁজে নিন

   

সাকিবদের সাথেই আছি

আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আজ জিতলেই জিম্বাবুয়ের সাথে সিরিজ জিতবে বাংলাদেশ। সেই সাথে সম্পন্ন হবে বিদেশের মাটিতে টানা দুটি সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ নিজেকে যে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে তা যে ভঙ্গুর নয় তা আরো একবার প্রমাণিত হবে। তবে সিরিজ জয় করতে হলে বাংলাদেশকে আজ খুব ভাল খেলতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ে যে ক্রিকেট খেলেছে তাতে বাংলাদেশের ভাল খেলার কোন বিকল্প নেই।

আজকের ম্যাচে জয় ছাড়া সিরিজে টিজিম্বাবুয়ে টিকে থাকতে পারবে না। ফলে সিরিজে টিকে থাকার জন্য জিম্বাবুয়ে যে আপ্রাণ চেষ্টা করবে তা আর বলার অপক্ষা রাখে না। আমরা আশাবাদী মানুষ, আশা নিয়েই থাকতে চাই। তাছাড়া, সাম্প্রতিক সময়ে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ যে ক্রিকেট খেলছে এক কথায় তা অসাধারণ এবং প্রশংসারযোগ্য। বিশেষ করে ব্যাটিঙে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মত।

ভয় বোলিং নিয়ে। মাশরাফিহীন বাংলাদেশী বোলিং একেবারেই যাচ্ছেতাই হচ্ছে। আবার জিম্বাবুইয়ানরা স্পিন ভাল খেলছে। ফিল্ডিয়ের অবস্থাও খুব একটা ভাল না। সহজ ক্যাচগুলো হাত ফসকে বের হয়ে যাচ্ছে দেশসেরা ফিল্ডার রাকিবুল, তামিমদের।

পায়ের ফাক দিয়ে বল বেরিয়ে অতিরিক্ত রান যোগ হচ্ছে প্রতিপক্ষের স্কোরে। যেটি আমাদের কারো কাম্য নয়। তারপরও আমরা আশা ছাড়িনি। কারণ আমাদের রয়েছে আকাশচুম্বি আত্মবিশ্বাস। বাংলাদেশ দলের ওয়েস্টইন্ডিজ সফর থেকে যা আমাদের মধ্যে দারুণভাবে বাসাবেধেছে।

বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে তৃতীয় ম্যাচটি হেরেছে শুধুমাত্র অতিমাত্রায় ক্রিকেট খেলার ধকল সহ্য করতে না পেরে। সেই ওয়েস্টইন্ডিজ সফর থেকে বাংলাদেশ যতগুলি ম্যাচ খেলেছে টানা এতগুলি ম্যাচ এর আগে খুব বেশি খেলেনি। একদিকে দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্নতার কারণজনিত একাকিত্ব, অন্যদিকে একটানা ক্রিকেট খেলার ধকল সাকিবদের একটু ক্লান্ত করেই দিতে পারে। আমরা আশা করবো আজকের ম্যাচের আগে যে বিরতি বাংলাদেশি খেলোয়াড়রা পেয়েছে তাতে তারা নিজেদের গুছিয়ে নিতে সক্ষম হবেন। আর বোলিং, ফিল্ডিঙের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে নিশ্চই এ দু'দিন সোনার ছেলেরা খুব পরিশ্রম করেছে।

ফলে আজকের ম্যাচে ব্যাটিয়ের পাশাপাশি বোলিং আর ফিল্ডিঙেও প্রাধান্য বিস্তার করে সাকিবরা সিরিজ জয় নিশ্চিত করবে বলে আমরা আশাবাদী। আমরা সাকিবদের পাশেই আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.