আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট পুলক-২০১১

কী লিখব এখনো বুঝে উঠতে পারছি না।

ক্রিকেট পুলক-২০১১ ক্রিকেট খেলা নহে আজ বিশ্বে, কেবলই মাঠের খেলা। ক্রিকেট খেলায় ঘুমিয়ে আছে, প্রত্যাশার সুখ্যাতি মেলা। ক্রিকেট দিয়েছে মোদের, বিশ্বে আত্মপরিচয়ের ঠিকানা। ক্রিকেট মালঞ্চ ভূষণে, জাতির গলায় আজ হিরণ মালা।

ধন্য বাংলার ক্রিকেট দল, ধন্য লাল সবুজের জার্সি বেশ। বাংলার তরুণ কুড়িয়ে এনেছো, দেশের শিরে হেম তাজ। জয় পরাজয় যাই কিছু হোক, চলুক মাঠে আনন্দ লড়াই। দৃঢ় হোক ভ্রাতৃত্ব বন্ধন, হার-জিৎ নিয়েই খেলার ভূবন। স্বাগতিক দেশ হয়েছি মোরা, এটাই মোদের শ্রেষ্ঠ বিজয়।

আস! আপামর জনতা, হর্ষে উড়াব দেশে প্রীতির পতাকা। প্রমাণ করি স্বাগতিক হিসেবে, মোদের শতভাগ সার্থকতা। পৃথিবীময় হবে মযাদার স্থান, সুতুঙ্গে উঠিবে আত্মসম্মান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.