আমাদের কথা খুঁজে নিন

   

মশার পেছনে ডিসিসির ব্যয় বাড়ে, উৎপাত কমে না



মশা নিধনে ডিসিসি'র ৩০ কোটি টাকাও কাজে আসছে না। গত দুই অর্থবছরে রাজধানীর মশা নিধনে ডিসিসি এ অর্থ বরাদ্দ দিয়েছিল। এর মধ্যে খরচ করা হয়েছে ২১ কোটি টাকা। তবে এত টাকা ব্যয়ের পরও মেলেনি উল্লেখযোগ্য সাফল্য। অভিযোগ রয়েছে, মশার এসব ওষুধে খাকে ভেজাল।

এসব ভেজাল মেশানোর কাজে জড়িয়ে পড়েছেন ডিসিসি'র এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী। এছাড়া এ বিপুল পরিমাণ ওষুধ কোথায় ছিটানো হয়েছে তা নিয়েও জনমনে রয়েছে সংশয়। মূলত মশক নিধনের নামে ডিসিসিতে চলছে লুটপাট। এত অর্থ বরাদ্দ থাকার পরও ঢাকা সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম চলছে ঢিমেতালে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে মশক নিধনের বিশেষ অভিযানের কথা থাকলেও তাতে গতি নেই ডিসিসি'র।

এ অভিযানের জন্য সংগৃহীত ৪৮ হাজার লিটার ওষুধ কোথায় স্প্রে করা হচ্ছে বা হবে তাও বলতে পারছে না কর্মকর্তারা। তবে ৯০টি ওয়ার্ডে বিতরণ করা হবে বলে জানালেও বিশ্বকাপের অর্ধেক সময় অতিবাহিত হলেও তা সব ওয়ার্ডে পৌঁছেনি। মিরপুর, আদাবর, শেখেরটেক, শেওড়াপাড়া এলাকার বাসিন্দারা জানান, বিশ্বকাপ খেলা উপলক্ষে ডিসিসি'র কর্মীরা এসব এলাকায় দুই-একদিন ওষুধ ছিটালেও তাতে কাজ হচ্ছে না। ওষুধ ছিটালে মশা কিছুক্ষণ ঝিমিয়ে থাকে, পরে আবার সরব হয়ে উঠে। এসব ওষুধে মশা মরছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গোলাপবাগ, জুরাইন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার খাল, ঝিল, ড্রেন ও বদ্ধ জলাশয়ে মশার বংশবিস্তারে রয়েছে অনুকূল পরিবেশ। ঢাকা সিটি করপোরেশনের দাবি, সিটি করপোরেশনের পর্যাপ্ত লোকবলের অভাবেই মশক নিধন কার্যক্রম সফল হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ঢাকায় ভয়ঙ্কর জীবাণুবাহী প্রজাতির মশা রয়েছে। এর মধ্যে কিউলেক্স আর এনোফিলিস মশার যন্ত্রণা বেশি। তবে জীবনের জন্য হুমকি এডিস মশা।

কারণ, একটি মশা একবারে ডিম পাড়ে গড়ে ২৫০ থেকে ৫০০টি। আমাদের দেশে মশাবাহিত রোগের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় ডেঙ্গুজ্বর। এছাড়া ম্যালেরিয়া, ফাইলেরিয়াসহ নানা রোগতো রয়েছেই। ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা শীর্ষ নিউজ ডটকমের প্রতিবেদককে জানান, নগরবাসীকে মশার যন্ত্রণা তেমন একটা সহ্য করতে হবে না। কেননা ইতিমধ্যেই মশক নিধনে বিশেষ অভিযানে নেমেছে ডিসিসি।

এছাড়া প্রতিদিনই নগরীর কোনো না কোনো এলাকার মশা নিধন কাজ সরজমিনে পরিদর্শন করা হচ্ছে। তিনি সবাইকে নিশ্চিত করে বলেন, মশা নিয়ন্ত্রণ করতে ডিসিসি'র কাছে পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। প্রতিদিনই রুটিনমাফিক এসব ওষুধ ছিটানো হচ্ছে। এ কার্যক্রম পর্যায়ক্রমে সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে পরিচালিত হবে। মেয়র আরো বলেন, আশা করছি এ মাসের মধ্যেই রাজধানীবাসী মশার অত্যাচার থেকে রেহাই পাবে।

তিনি ওষুধে ভেজাল থাকার কথা অস্বীকার করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।