এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
আমারে মশায় জান ভইরা কামরাইতাছে।
কয়েল জ্বালাইছি। কয়েল জ্বালানোর পর দেহি মশায় কয়েলের আশপাশ দিয়া বেশি ঘুরাঘুরি করতাছে। কয়েলে কাম করতাছে না। (আম্মাআআ) আমারে বাচান। মশায় আমারে খাইয়া ফালাইলো।
বাড়ির পাশের ডোবাহানরে ভরাট করার পর থেইকা মশায় ঘরে আইয়া উঠছে। কোন নেমন্তন্ন ছাড়াই। অহন খাইতাছেও। দেখছেন কত অভদ্র। (খাইয়ালামু) জংলি মশার কামড় খাইলে বুঝতেন।
এত চুলকান চুলকায়। কারও কাছে মশার কামড় থিকা বাচার কোন সমাধান থাকলে জানান। পিলিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।