ছট্ ফট্ ছট্ করছে কত
রাম কিশোরের মা
মশা-মাছির জ্বালায় বুঝি
জীবন বাঁচে না।
ধুপুর ধাপুর পটাশ পটাশ
মারছে কত মাছি
তার পরেতেও বলছে কেঁদে
আর বুঝি না বাঁচি।
ঠাস্ ঠাস্ ঠাস্ দিচ্ছে থাপ্পর
পেটে পিঠে গালে
কানের কাছে মশার গানে
নাচছে তালে তালে।
কুনুর কুনুর পুনুর পুনুর
হরেক রকম গান
গানের ঠেলায় ঘুম হয় না
নাস্তানাবুদ প্রান।
মারছে মাছি মারছে মশা
বকছে কত মুখে
যতই মারে ততই বাড়ে
কাঁদছে তাই তো দুখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।