আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলি বোমার প্রভাবে গাজায় ক্যান্সার ছড়িয়ে পড়েছে'

আিম িশখেত চাই

৪ মার্চ (রেডিও তেহরান) : ইসরাইলি বোমার প্রভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে । ২০০৮ ও ২০০৯ সালে ২২ দিনের আগ্রাসনের সময় ইহুদিবাদী ইসরাইলি সেনারা গাজার ওপর যে ইউরেনিয়াম বোমা ফেলেছিল তার কারণে ক্যান্সার ছড়িয়ে পড়েছে বলে ডাক্তররা জানিয়েছেন। গাজা থেকে আমাদের সংবাদদাতা বলছেন, ইসরাইলি আগ্রাসনের পর সেখানে ক্যান্সার রোগীর সংখ্যা শতকরা ৩০ ভাগ বেড়ে গেছে। এর মধ্যে ব্লাড ক্যান্সারের মাত্রা বেশি বলে জানান তিনি। যে সব এলাকায় ইসরাইলি বাহিনী নিষিদ্ধ রাসায়নিক বোমা ফেলেছিল সে সব এলাকার মানুষের মধ্যে ক্যান্সারের প্রভাব বেশি বলে গাজার শিফা হাসপাতাল জানিয়েছে।

ইহুদিবাদীদের ওই আগ্রাসনে অন্তত এক হাজার চারশ' ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। এ দিকে, গাজার কয়েকটি হাসপাতালে কর্মরত নরওয়ের ডাক্তাররা জানিয়েছেন, বহু রোগীর শরীরে এখনও বোমার স্প্লিন্টার পাওয়া যাচ্ছে। ওই যুদ্ধের প্রভাবে গাজায় মারাত্মক রকমের পরিবেশ দূষণ দেখা দিয়েছে। কোথাও কোথাও রেডিয়েশনের মাত্রা স্বাভাবিকের চেয়ে এক হাজার গুণ বেশি।

এ সম্পর্কে পরিবেশ বিশেষজ্ঞ জেকরা আজুর বলেছেন, ইসরাইল তার নানা ধরনের বোমা ও অস্ত্রের

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.