আমাদের কথা খুঁজে নিন

   

ইসরাইলি প্রধানমন্ত্রীর গলাবাজি

সকল অন্ধকারের হোক অবসান

জাতিসংঘের উচিৎ ইরানকে পরমানু অস্ত্র তৈরী থেকে ফিরিয়ে আনা। আর পশ্চিমা দেশগুলোর উচিৎ ইরান সরকারের ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে সোচ্চার হওয়া। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের রাজনৈতিক নেতাদের স্বৈরশাসক বলেও অভিহিত করেন তিনি। তিনি বলেন আদিম গোঁড়াদের হাতে যদি মারনাস্ত্র থাকে তাহলে ইতিহাস উল্টো পথে হাঁটবে।

এসময় তিনি ফিলিস্তিনের প্রতি পক্ষপাত করায় বিশ্ব নেতৃবৃন্দের সমালোচনা করেন। এর আগেরদিন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একই মঞ্চ থেকে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনকে অমানবিক বলেন। বিষয়টা হলো ইসরাইলিরা একটি দেশে আগ্রাসন চালাচ্ছে, ইরান নয়। সেক্ষেত্রে নেতানিয়াহু-এর বক্তব্য অনেকটা "চোরের মার বড় গলা"-টাইপেরই হয়েছে। আল্লাহ এদের সুবুদ্ধি দেক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.