আমাদের কথা খুঁজে নিন

   

আত্ম সন্ধান

জাগরী একটি নির্দলীয় মঞ্চ যেখানে বাংলাদেশের যুবসমাজ দেশের রাজনৈতিক ও নীতিনির্ধারণী ক্ষেত্রে সচেতন,সোচ্চার ও সক্রিয়ভাবে অংশগ্রহন করতে পারে। www.jagoree.org  

প্রতি দিন যেন আমি নিজেকে খুঁজে ফিরি সূর্যের আলোতে, ঝা ঝা রৌদ্দুর মাথায় করে গায়ের মেঠো পথ ধরে একা একা পথ চলে সবুজ ধানক্ষেতের আল ধরে হেটে হেটে পানসি নৌকার বৈঠা হাতে করে নদী নালা খাল বেয়ে ধান শালিকের পাখায় ভর দিয়ে দূর নীলাকাশের গায়ে। প্রতি রাতে আমি তোমায় খুঁজে ফিরি নীল জোস্নার মায়াময়ী রূপের ভাজে সহস্র তারা ভরা আলোছায়ায় দূর আকাশের গায়ে গায়ে লাখো ফসফরাস জ্বলে ওঠা সমুদ্রের ঢেউয়ের মাঝে নির্জন বালুকাবেলায় পড়ে থাকা সব ঝিনুকের বুক চিরে চিরে খুঁজে ফিরি তুমি নামে আমার সেই একটি মুক্তোদানা খানি। আর নিজেকে চিনে নিতে হ্রদয় খুড়ে চলি নির্মম কষাঘাতে। অসংখ্য না পাওয়া সব চাওয়াগুলোর করুণ হাহাকারে প্রতি রাতে আমি আমার কবর খুড়ে চলি বিজন অন্ধকারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।